রাজাকারের তালিকা হচ্ছে ডিসেম্বরে: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

Slider সারাদেশ

আগামী ডিসেম্বর মাসে রাজাকারের তালিকা প্রণয়ন হয়ে যাবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। আজ মঙ্গলবার বিকেলে সিলেটে হজরত শাহজালালের (র.) মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, ‘রাজাকারের তালিকা করার জন্য আগে কোনো আইন ছিল না। বিগত পার্লামেন্টে আইন পাস হয়েছে।’

আ ক ম মোজাম্মেল বলেন, ‘মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি শাজাহান খানকে আহ্বায়ক করে তালিকা প্রণয়নের জন্য দায়িত্ব দিয়ে কমিটি করে দেওয়া হয়েছে। এ ব্যাপারে পার্টির (আওয়ামী লীগ) সভাপতি ও সাধারণ সম্পাদক কথা বলবেন। এটা আমার দেওয়ার ক্ষমতা নেই।’

এর আগে আজ বেলা ১টার দিকে বিমানের একটি ফ্লাইটে সিলেট ওসমানী বিমানবন্দরে পৌঁছান মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। সেখান থেকে তিনি হজরত শাহজালালের (র.) মাজার জিয়ারত করতে যান। আজ বিকেল ৫টার দিকে তিনি হজরত শাহপরাণের (র.) মাজার জিয়ারত করতে যাবেন। রাতে সিলেট সার্কিট হাউসে রাত্রিযাপন শেষে আগামীকাল বুধবার সকাল ৮টার দিকে সিলেট থেকে নেত্রকোনার উদ্দেশে রওনা হবেন মন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *