ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অটোরিকশা চলাচল বন্ধ

Slider ফুলজান বিবির বাংলা

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল অংশে অটোরিকশা, থ্রি হুইলার চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ রোববার ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইন উদ্দিন এ তথ্য জানান।

তিনি জানান, পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে আজ থেকে ঈদের ১০ দিন পর পর্যন্ত সড়কে তিন চাকার গাড়ি চলাচল বন্ধ থাকবে। যারা আইন অমান্য করবে, তাদেরকে বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে পৌর এলাকায় মাইকিং করা হয়েছে। তবে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ত্রিশাল অংশে দূরপাল্লার যানবাহন নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।’

এর আগে, গতকাল শনিবার বিকেলে ত্রিশাল দরিরামপুর বাসস্ট্যান্ড এলাকায় প্রাথমিকভাবে অটোরিকশা চালকদের সতর্ক করে ত্রিশাল থানার পুলিশ। এ সময় উপস্থিত ছিলেন ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাইন উদ্দিন, ট্রাফিক ইন্সপেক্টর বেলায়েত হোসেন।

পবিত্র ঈদুল ফিতরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জামালপুর, নেত্রকোনা, ময়মনসিংহ, কিশোরগঞ্জ জেলার যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন করতে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। পাশাপাশি অটোরিকশা অপসারণের জন্য বিভিন্ন পয়েন্টে প্রয়োজনীয় সংখ্যক পুলিশ মোতায়েন থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *