যুক্তরাষ্ট্র তত্ত্বাবধায়ক সরকার চায় না: পররাষ্ট্রমন্ত্রী

Slider রাজনীতি


পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, যুক্তরাষ্ট্র তত্ত্বাবধায়ক সরকার চায় না, তারা দেশের প্রচলিত আইনানুযায়ী সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায়।

আজ শুক্রবার বিকেলে সিলেটে অসহায় ও দুস্থদের মধ্যে আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠান শেষে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যুক্তরাষ্ট্র বাংলাদেশের উন্নয়নের সহযোগী হতে চায়। তাই আমাদের দিকে তাদের বিশেষ নজর আছে। আমরা একটি আদর্শ দেশ হয়েছি। তারা চায় আমাদের যে নির্বাচন হবে, সেটা যেন সুষ্ঠু ও নিরপেক্ষ হয়।’

তিনি আরও বলেন, ‘তারা তত্ত্বাবধায়ক সরকার চায় না। আমাদের দেশে যে আইন আছে, সে আইনে ইলেকশন চায়। আর আমরা তাদের জানিয়েছি যে, আমরা কী কী করেছি স্বচ্ছ নির্বাচনের জন্য। ছবিসহ ভোটার তালিকা তৈরি করেছি, স্বচ্ছ ব্যালট বাক্স তৈরি করেছি, শক্তিশালী নির্বাচন কমিশন গঠন করেছি- শুনে তারা খুশি হয়েছে।’

এ সময় ডিজিটাল নিরাপত্তা আইন বিষয়ে ড. মোমেন বলেন, ‘কোনো কোনো ক্ষেত্রে এর ব্যবহারটি ঠিকমতো হয়নি৷ যেখানে তার ব্যত্যয় হয়েছে সেখানে সংশোধন করা হবে। তাতে আমেরিকা সন্তুষ্ট হয়েছে। তারা এই আইনটি পরিবর্তন করতে বলেনি। আমেরিকা বলেছে আইনের যাতে অপপ্রয়োগ না হয়।’

এর আগে সিলেট জেলা প্রশাসন আয়োজিত মঙ্গল শোভাযাত্রা শেষে সাংবাদিকদের এ কে আব্দুল মোমেন বলেন, ‘একটি শক্তিশালী নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। সব দায়িত্ব তাদের। সরকার শুধু তাদের সহযোগিতা করবে। তবে নির্বাচন কমিশনের একার পক্ষে সব সম্ভব না। নির্বাচন কমিশনকে সব রাজনৈতিক দল, সমর্থক ও ভোটারদের সহযোগিতা করতে হবে। সবাই আন্তরিক হলে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন অনুষ্ঠিত হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *