ডাকাত সন্দেহে ফরিদপুরে গণপিটুনিতে ৩ জনের মৃত্যু

Slider জাতীয়

Gonopituni_sm_111996173
ফরিদপুর: ফরিদপুর সদর উপজেলার কৈজুরী ইউনিয়নের বদরপুরে ডাকাত সন্দেহে গনপিটুনিতে তিন জনের মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন, বরগুনা সদর উপজেলার শিরবান আলী হাওলাদারের ছেলে মো. বাচ্চু হাওলাদার (২৮), খুলনার বটিয়াঘাটা উপজেলার হোগলাডাঙ্গা গ্রামের শাহাজাহান শেখের ছেলে রেজাউল শেখ (৩০) ও জালাল শেখের ছেলে মোশাররফ শেখ (৩৪)।

নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

জানা গেছে, বুধবার (২৪ জুন) রাত সাড়ে ৯টার দিকে এলাকাবাসী ডাকাত সন্দেহে ওই তিন ব্যক্তিকে বদরপুর এলাকা থেকে আটক করে গণপিটুনি দেয়। রাত ১১টার দিকে সন্দেহভাজন ওই তিন ব্যক্তির মৃত্যু হয়।

এলাকাবাসী জানায়, কৈজুরী ইউনিয়নসহ আশপাশের কয়েকটি গ্রামে সম্প্রতি ডাকাতির ঘটনা বেড়ে গেছে। বেশ কয়েকদিন ধরে এলাকাবাসী ডাকাত ধরার জন্য ওৎ পেতে ছিল। এরই ধারাবাহিকতায় রাতে ডাকাত সন্দেহে ওই তিনজনকে আটক করে গণপিটুনি দেওয়া হলে তাদের মৃত্যু হয়।

কোতয়ালী থানার এসআই মনির হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় এলাকাবাসী তিন ডাকাতকে আটকে গণপিটুনি দিলে তাদের মৃত্যু হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *