মালয়েশীয় প্রধানমন্ত্রীর সঙ্গে প্রবাসীকল্যাণ মন্ত্রীর বৈঠক

Slider জাতীয়

mosarafSM_267671902

মালয়েশিয়া: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ন‍াজিব তুন রাজ‍াকের সঙ্গে বৈঠক করেছেন দেশটিতে সফররত বাংলাদেশের প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন।

বুধবার (২৪ জুন) স্থানীয় সময় বিকেল ৫টায় পুত্রাজায়ায় তাদের মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

এ সময় বাংলাদেশ-মালয়েশিয়ার মধ্যে দ্বি-পক্ষীয় সম্পর্ক জোরদারের পাশাপাশি বাংলাদেশি শ্রমিক রফতানিসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

বৈঠকে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী দাতু সেরি ড. জাহিদ হামিদি ও কুয়ালালামপুরে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. শহীদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিকে দীর্ঘ প্রতীক্ষার পর মালয়েশিয়ায় বাংলাদেশের জনশক্তি রফতানির জটিলতার অবসান ঘটতে চলেছে। শিগগিরই বাংলাদেশ থেকে ৫ লাখ শ্রমিক নেওয়ার কথা জানিয়েছেন মালয়েশীয় কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *