পাকিস্তানে তাপদাহে ৮৩০ জনের মৃত্যু, সিন্ধুতে সরকারি ছুটি

Slider সারাবিশ্ব

Pak_BG_687456454
ঢাকা: পাকিস্তানে তাপদাহে মৃত্যুর সংখ্যা প্রতিদিনই বাড়ছে। বুধবার (২৪ জুন) পর্যন্ত সিন্ধু প্রদেশে ৮৩০ জন মারা গেছেন। নিহতদের মধ্যে ৭৮০ জনই রাজধানী করাচির। বাকি ৫০ জন প্রদেশের ‍অন্যান্য স্থানে মারা গেছেন।

এদিকে মানুষজনকে বাইরে বের হতে নিরুৎসাহিত করার জন্য বুধবার (২৪ জুন) সিন্ধুতে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এখনও হাজার হাজার মানুষ চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর।

দেশটির রাষ্ট্রীয় মালিকানাধীন টেলিভিশিন পিটিভি’র বরাত দিয়ে ডন অনলাইন এ খবর জানিয়েছে। খবরে বলা হয়, অবস্থা এমন হয়েছে যে হাসপাতালগুলোর মর্গে মরদেহের স্থান সংকুলান হচ্ছে না।

চলমান সঙ্কট মোকাবেলায় কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নিচ্ছে না এমন অভিযোগ করে অনেকেই সরকারের সমালোচনা করছেন। সরকার বিদ্যুতের লাইন কেটে দেওয়ায় মানুষজন ফ্যান ও এয়ার কন্ডিশন ব্যবহার করতে পারছেন না বলে অভিযোগ উঠেছে।

বুধবার করাচির তাপমাত্রা ছিল ৪৫ ডিগ্রি সেলসিয়াস। পরিস্থিতি নিয়ন্ত্রণে পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য সকলের প্রতি আহ্বান ‍জানিয়েছেন। এমনকি হিথস্ট্রোক কেন্দ্রগুলোতে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।

গত মাসে পাকিস্তানের প্রতিবেশি দেশ ভারতে তাপদাহে ১ হাজার ৭০০ জন মারা যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *