দ্রুতই স্মার্ট কার্ড সরবরাহ শুরু

Slider জাতীয়

Smart_Card_981150509

ঢাকা: যত দ্রুত সম্ভব নাগরিকদের জাতীয় পরিচয়পত্র তথা স্মার্ট কার্ড দেওয়া শুরু হচ্ছে, আর এ জন্য সব রকম প্রস্তুতি প্রায় চূড়ান্ত বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সচিব মো. সিরাজুল ইসলাম।

মঙ্গলবার (২৩ জুন) বিকেলে নির্বাচন কমিশনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

সিরাজুল ইসলাম বলেন, স্মার্ট কার্ড দেওয়ার জন্য মেশিন বাসানো না হলেও অন্য সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মেশিন ইনস্টল করার কাজও চলছে। সার্বিক প্রস্তুতি চূড়ান্ত। স্মার্ট কার্ড দ্রুতই নাগরিকদের মধ্যে সরবরাহ করতে চাই।

হালনাগাদ বিষয়ে তিনি বলেন, রোজার ঈদের পর থেকে নতুন ভোটার তালিকা হালনাগাদ করা হবে। এক্ষেত্রে ১৫ বছর বয়সীদেরও কার্যক্রমে সংযুক্তের চিন্তা চলছে। আগামী বৃহস্পতিবার বা রোববার সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

গণপ্রতিনিত্ব আদেশ (আরপিও) সংশোধন বিষয়ে সিরাজুল ইসলাম বলেন, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) একটা আইন আছে যেখানে নির্বাচনের প্রার্থীদের টিন নম্বর দিতে বলা হয়েছে। এই আইনটি আরপিওতে সংযুক্ত করবো। এছাড়া যদি অন্য সংশোধন থাকে এক্ষেত্রে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের প্রস্তাব পাঠাতে বলা হয়েছে। প্রয়োজনে এসব বিষয়ে রাজনৈতিকদলের সঙ্গেও সংলাপ হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *