মাসুদ রানা সরকার, বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার সারিয়াকান্দিতে উত্তরাঞ্চলের সীমান্তবর্তী সুবিধাবঞ্চিত ৮৬টি এলাকা ও নদী-বিধৌত চরাঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ছাগল বিতরণ করা হয়েছে। গতকাল রবিবার উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল আয়োজনে প্রাণিসম্পদ দপ্তর চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ছাগল বিতরণের উদ্বোধন করেন- বগুড়া-১ আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ রেজাউল করিম (মন্টু), মেয়র মো:- মতিউর রহমান(মতি), উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল খালেক (দুলু),উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ শাহ আলম ও প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা: পূজা রানী কুন্ডু প্রমুখ। ৩৪ জনকে জনপ্রতি দুইটা ছাগল ও একটি করে ঘর দেওয়া হয়।