সেতু ভেঙে খালে তেলবাহি ওয়াগন ঘটনাস্থল পরিদর্শনে রেল সচিব ও ডিজি

Slider জাতীয়

1b3366a6d1e8520b3601c02819e6ddcd-3

বেঙ্গুরা (বোয়ালখালী), চট্টগ্রাম থেকে: বোয়ালখালী উপজেলার বেঙ্গুরা এলাকায় সেতু ভেঙে খালে তেলবাহি ওয়াগন ডুবে যাওয়ার ঘটনাস্থল পরিদর্শনে এসেছেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফিরোজ সালাউদ্দিন ও রেলের মহাপরিচালক আমজাদ হোসেন।

রোববার সকাল সাড়ে ৯টায় ঢাকা থেকে বিমান যোগে শাহ আমানত বিমানবন্দরে পৌঁছান তারা। সেখান থেকে সরাসরি ঘটনাস্থলে চলে যান।

সচিব ও মহাপরিচালকের সঙ্গে রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মোজাম্মেল হকসহ উর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন।

মোজাম্মেল হক  জানান, সকাল সাড়ে ১০টায় ঘটনাস্থলে পৌঁছেছেন তারা। পরিদর্শন শেষে রেলওয়ে সদরদফতর সিআরবিতে আসার কথা রয়েছে।

শুক্রবার দুপুর দেড়টার দিকে বোয়ালখালীর বেঙ্গুরা ও পটিয়ার ধলঘাট এলাকার মাঝামাঝি রেলওয়ের ২৪নং সেতু ভেঙ্গে ইঞ্জিনসহ তিনটি তেলবাহি ওয়াগন খালে পড়ে যায়।

এরমধ্যে দুইটি ওয়াগন বোয়ালখালী খালে ডুবে যায়। দোহাজারী ১০০ মেগাওয়াট পিকিং পাওয়ার প্ল্যান্টের জন্য জ্বালানি তেলগুলো নিয়ে যাওয়া হচ্ছিল।

এদিকে ওয়াগনের তেল কর্ণফুলীসহ আশপাশের প্রায় ১৫ কিলোমিটার পর্যন্ত ছড়িয়ে পড়েছে। এতে হুমকির মুখে পড়েছে ফসলি জমি ও জীব বৈচিত্র।

জ্বালানী তেল ছড়িয়ে পড়ায় বড় ধরণের পরিবেশ বির্যয় ঘটতে পারে বলে আশঙ্কা করছেন পরিবেশ অধিদফতরের কর্মকর্তারা। এজন্য রেলওয়ে কর্তৃপক্ষের গাফিলতিকে দায়ী করছেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *