শেরপুরে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ রিতরণ করলো আরডিএফ

নারী ও শিশু

মাসুদ রানা সরকার, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শেরপুরে দরিদ্র ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।গত শুক্রবার, বেলা দুপুরে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন পল্লী উন্নয়ন ফাউন্ডেশনের (আরডিএফ) উদ্যোগে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অর্ধশত শিক্ষার্থীদের হাতে ব্যাগ, খাতা, কলমসহ শিক্ষা উপকরণগুলো তুলে দেওয়া হয়।

শহরের হামছায়াপুরস্থ প্রধান কার্যালয়ে ওই রিতারণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থার চেয়ারম্যান আব্দুল মান্নান। এতে প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক আবু সাঈদ মো: কাউছার রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শেরপুর উপজেলা সমাজ সেবা অফিসার মো: ওবাইদুল হক, শেরপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক মো: আব্দুল মান্নান ভূঁইয়া।

এছাড়া অন্যান্যদের মধ্যে সংস্থার মহাসচিব ও নির্বাহী পরিচালক মো: আবু সাঈদ, সমাজ কল্যান সম্পাদক মো: আইযুব আলী, প্রকল্প পরিচারক আব্দুর রাজ্জাক, কার্য্যনির্বাহী সদস্য আতাববর রহমান, তরিকুর ইসলাম, শাখা ব্যবস্থাপক তছির উদ্দিন সৈকত প্রমুখ বক্তব্য রাখেন।

পরে সমাজের পিছিয়ে পড়া প্রান্তিক জনগোষ্টির মানুষকে নিয়ে কাজ করা পল্লী উন্নয়ন ফাউন্ডেশনের ওই বিতরণ অনুষ্ঠানে আসা ছাত্রছাত্রীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেন প্রধান অতিথি আবু সাঈদ মো: কাউছার রহমান। এসব শিক্ষা উপকরণ পেয়ে খুশি শিক্ষার্থীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *