বিস্ফোরণ নিয়ে ওবায়দুল কাদেরের বক্তব্যের কড়া সমালোচনা সাকির

Slider বাংলার মুখোমুখি

রাজধানীর সিদ্দিকবাজারের বিস্ফোরণের ঘটনায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের দেওয়া বক্তব্যের কড়া সমালোচনা করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি। আজ বুধবার সিদ্দিকবাজারে দুর্ঘটনাকবলিত ভবনের উদ্ধার কাজ পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ সমালোচনা করেন তিনি।

ওবায়দুল কাদেরের বক্তব্যের সমালোচনা করে জোনায়েদ সাকি বলেন, ‘এই বিস্ফোরণে নাকি রাজনৈতিক অভিসন্ধি আছে! এবং কোনো কোনো রাজনৈতিক বিরোধী মহল নাকি রাজনৈতিকভাবে ব্যর্থ হয়ে সহিংসতা বা এ ধরনের ঘটনা ঘটাচ্ছে! কোনো ধরনের তদন্ত ছাড়া এধরনের রাজনৈতিক সিদ্ধান্তে তিনি পৌঁছে গেলেন, এর চেয়ে দায়িত্বহীন বক্তব্য আর কি হতে পারে?’

তিনি বলেন, ‘একজন সাধারণ সম্পাদকের কাছ থেকে এ ধরনের দায়িত্বহীন বক্তব্য আশা করা যায় না। তদন্ত ছাড়াই তারা রাজনৈতিক খেলা শুরু করেছেন। রাজনৈতিকভাবে এধরনের বক্তব্য খুবই বিপদজনক।’

আজ সকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ওবায়দুল কাদের বলেন, ‘আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি নাশকতা করছে কি না, একটির পর একটি এ ধরনের বিস্ফোরণের পেছনে বিএনপির সংশ্লিষ্টতা আছে কি না, সেটি আমরা খতিয়ে দেখছি।’

পরিদর্শনে এসে সরকারের সমালোচনা করে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক বলেন, ‘নর্থ সাউথ রোডে (সিদ্দিকবাজার) যে বিস্ফোরণের ঘটনা ঘটলো, এখানে উদ্ধার কাজ সম্পন্ন করা দরকার। কিন্তু সরকারের ইঞ্জিনিয়ারিং যে বিভাগগুলো রয়েছে, যাদের দায়িত্ব ফায়ার সার্ভিসকে সহযোগিতা করার দরকার ছিল। কিন্তু তারা এখন সমন্বয় করতে পারেননি, যেটা একটা ব্যর্থতা, যা সরকারের ব্যর্থতা।’

তিনি বলেন, ‘এটা তো এখন জরুরি পরিস্থিতি। সেখানে তাদের সক্ষম হওয়া দরকার ছিল। না হলে কেন তাদেরকে জাতীয় প্রতিষ্ঠান হিসেবে বিবেচনা করব। যারা আহত হয়েছেন তাদের যথাযথ চিকিৎসা, ক্ষতিপূরণ, পুনর্বাসন দরকার। সেটি সম্পর্কে সরকারের উদ্যোগ কী তা জানতে চাই।’

জোনায়েদ সাকি বলেন, ‘এখন দায়িত্বহীন বক্তব্য না দিয়ে উচিত যথাযথ তদন্তের ব্যবস্থা করা। সুরক্ষার ব্যাপারে নাগরিকদের আশ্বস্ত করা উচিত। নইলে নাগরিকরা হতাশার মধ্যে পড়বেন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *