গাজীপুরে এম. এ. বারী একাডেমির বার্ষিক ক্রীড়া অনুষ্ঠিত

গ্রাম বাংলা

আবু সাঈদ: গাজীপুর মহানগরের ২৮ নং ওয়ার্ড নোয়াগাঁয়ে অবস্থিত এম এম এ বারী ক্যাডেট একাডেমিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সংস্কৃতিক সন্ধ্যা বিদ্যালয় সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়েছে।

৪ মার্চ শনিবার দিনব্যাপী আয়োজিত ক্রীড়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর সিটি কর্পোরেশন মেয়র এড. মোঃ জাহাঙ্গীর আলম।

সাব রেজিষ্ট্রার অকিল উদ্দিন আপেলের সভাপতিত্বে বার্ষিক ক্রীড়ানুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ২৮ নং ওয়ার্ড কাউন্সিলর হাসান আজমল ভূইয়া।

শফিকুল ইসলাম শফির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্যানেল মেয়র এড. আয়েশা আক্তার, সাবেক কেন্দ্রীয় আওয়ামীলীগ উপ কমিটির সদস্য আসাদুজ্জামান সেলিম,কেন্দ্রীয় ছাত্রলীগনেতা মঈন মোল্লা, মহানগর আওয়ামীলীগ নেতা এম এ হাসেম তপন, ওয়ার্ড আওয়ামী যুগ্ন আহবায়ক, জহিরুল ইসলাম জহির, ওয়ার্ড আওয়ামীলীগের আহবায়ক সদস্য আহমেদ ভূইয়া রিমন,মহানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তারেক রহমান জাহাঙ্গীর, জাহাঙ্গীর আলম ব্লাড ফাউন্ডেশনের প্রধান সমন্বয়ক আল রিয়াদ অন্তর, সাংবাদিক আবু সাঈদ পমুখ।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,আব্দুল মতিন পালোয়ান, আফাজ উদ্দিন পলান, কৃষকলীগনেতা নজরুল ইসলাম মোল্লা, যুবলীগনেতা মশিউর রহমান হিরণ, হাবিবুর রহমান, মনির হোসেন খন্দকার, শ্রমিকদল নেতা মোঃ মাসউদ শিক্ষকনেতা প্রফেসর সাখাওয়াত ভূইয়া, বাদল আহমেদ, ইকবাল আহমেদ, খোরশেদ আলম।

ক্রীড়া অনুষ্ঠান পরিচালনা করেন এম এ বারী একাডেমির প্রতিষ্ঠাতা ইসমাঈল হোসেন মাস্টার। বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে স্বপ্নের পদ্মাসেতুর উপরে ডিসপ্লে উপস্থিত দর্শকদের আকৃষ্ট করে।
পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পর র‍্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *