ভারতের মহারাষ্ট্রের থানে জেলায় ১০ নারীসহ ১৮ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। আজ শনিবার দেশটির এক কর্মকর্তা বলেন, অবৈধভাবে বসবাস করার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে। খবর এনডিটিভির।
ওই কর্মকর্তা জানান, নাভির মোম্বাই পুলিশ গত ১ ও ২ মার্চ মধ্যরাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেছে।
রাবেলে থানার পুলিশ কর্মকর্তা বলেন, নাভি মোম্বাইয়ের ঘানসোলি এলাকায় বেশ কয়েকজন বাংলাদেশি তাদের একজনের বিবাহবার্ষিকী উদযাপন করতে একটি ভবনে জড়ো হবে বলে তথ্য পায়। এরপরেই কর্মকর্তারা রাতে অভিযান চালায়।
অভিযানের সময় ১০ নারী ও আটজন পুরুষকে আটক করা হয়। ওই কর্মকর্তা জানান, গত বছর থেকে বৈধ কোনো কাগজ ছাড়াই তারা সেখানে বসবাস করে আসছিলেন।
ইতোমধ্যে তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে এবং এই নিয়ে তদন্ত চলছে বলে দেশটির পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে।