‘দুর্নীতির মামলা হলে আ. লীগের কেউ নির্বাচনে অংশ নিতে পারবে না’

Slider রাজনীতি


দুর্নীতির মামলা হলে আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের কেউ নির্বাচনে অংশ নিতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে খালেদা জিয়াসহ সব রাজবন্দিদের মুক্তি দাবিতে অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। বাংলাদেশ নাগরিক অধিকার নামের একটি সংগঠন এ কর্মসূচির আয়োজন করে।

আওয়ামী লীগের উদ্দেশে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘বলা হচ্ছে- বেগম জিয়াকে নির্বাচনে যেতে দেওয়া যাবে না। রাজনীতি করতে দেওয়া হবে। আরে আপনারা কে? অবৈধভাবে ক্ষমতা দখল করে আছেন। এখানে কোনো আইনের শাসন নেই। আর আইনের ব্যাখ্যা দিচ্ছেন আপনারা!’

বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, ‘ওয়ান ইলেভেনের সময় কতগুলো মামলা ছিল শেখ হাসিনার বিরুদ্ধে? বেগম জিয়ার বিরুদ্ধে যত মামলা ছিল তার চেয়ে বেশি ছিল শেখ হাসিনার বিরুদ্ধে। ক্ষমতা এসে তার বিরুদ্ধে হওয়া সব মামলা খারিজ করে দিয়েছে। আগামীতে ১/১১ মামলাসহ গত ১২ বছরের খুন-গুম, হত্যা, মিথ্যা, গায়েবি মামলাসহ, আকাশচুম্বী দুর্নীতির মামলা সব যদি যোগ করা হয়, তাহলে ৩০০ সিটের (সংসদীয় আসন) মধ্যে একটি সিটেও অংশগ্রহণ করতে পারবে না আওয়ামী লীগ।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতা থেকে সরে গেলে তাদের সমস্ত মামলা চালু করা হবে বলে। এসব মামলায় আওয়ামী লীগ নেতাদের জেলেও যেতে হবে। সবাইকে বিচারের মুখোমুখি করা হবে। সবাই দুর্নীতিবাজ, হত্যাকারী। গুমের সঙ্গে অংশীদার। সুতরাং কথা হিসাব করে বলবেন। কথায় আছে, ভাবিয়া করিও কাজ। করিয়া ভাবিও না।’

বিএনপির কাউকে কাউকে জেলে নিলে লাভ হবে না বলে উল্লেখ করে আমির খসরু বলেন, ‘খালেদা জিয়াকে কারাগারে পাঠিয়ে আন্দোলন বন্ধ করা যায়নি। বিএনপির আজকে লাখ-লাখ সৈনিক রাস্তায় নেমেছে। এই লাখ সৈনিকের নেতৃত্ব দেওয়ার জন্য সারা বাংলাদেশে এখন সবাই নেতা হয়ে গেছে। আমাদের প্রত্যেকটি কর্মী এখন নেতা হয়ে গেছে।’

অবস্থান কর্মসূচিতে আরও বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আতাউর রহমান ঢালি, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, বিলকিস ইসলাম, কৃষক দলের নেতা খলিলুর রহমান (ভিপি ইব্রাহিম), তাঁতী দলের কাজী মনিরুজ্জামান মনির প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *