এখন আর একা নেই হালের জনপ্রিয় চিত্রনায়িকা পরী মণি। সবার জানা, স্বামী ও একমাত্র সন্তানকে নিয়ে দারুণ ব্যস্ত সময় পার করছেন তিনি। এর মাঝে আছে অভিনয়ের ব্যস্ততাও। তবে আপাতত অভিনয়ের খুব একটা ব্যস্ত না থাকলেও, বিভিন্ন অনুষ্ঠানে তাকে পাওয়া যায় আগের মতোই।
তবে পরী জীবনেটা এলোমেলো করে দিয়েছে তার একমাত্র সন্তান শাহীম মুহাম্মদ রাজ্য। এখন আর পরীর দিন-রাতের হিসাব মেলে না- এমনটাই জানালেন বিশ্বসুন্দরী’খ্যাত এই চিত্রনায়িকা। যার কিছুটা হলেও প্রমাণ মেলে এই নায়িকার ফেসবুকে।
সম্প্রতি পরী এক পোস্টে জানিয়েছেন, ‘ইদানিং আমার ছেলে আমার জীবনটাকে লন্ডন বানায়ে ফেলছে। এ জীবনে এখন দিন চলে। সো গুড নুন গাইস!’
পরীর এই স্ট্যাটাসে মন্তব্য করে চিত্রনায়িকা জাহারা মিতু লিখেছেন, ‘কয়জন পারে পরীর রাতের ঘুম হারাম করতে।’ উত্তরে পরী মজা করে লিখেছেন, ‘এর আগে ছেলের বাপ করত।’ এরপর মিতু লিখেছেন, ‘খুবই দুষ্টু আমরা’। পরীর হ্যাঁ সূচক উত্তর ছিল একটি হাসির ইমোজি।