ঢাকা: রাজধানীর কাফরুল থানাধীন পূর্ব কাজীপাড়ার জামতলা এলাকায় ছোট ভাইয়ের ক্রিকেট ব্যাটের আঘাতে বড় ভাই মো. সুমনের (৩৫) মৃত্যু হয়েছে।
রোববার (১৪ জুন) দুপুর ১২টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক ক্যাম্প পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাস এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত সুমনের প্রতিবেশী অলি বাংলানিউজকে জানান, সুমন পরিবারসহ জামতলা এলাকায় হাসান মাতব্বরের বাড়িতে ভাড়া থাকেন। সকালে ছোট ভাই সজীবের সঙ্গে কথা কাটাকাটি হয় তার। এর এক পর্যায়ে সজীব ক্ষিপ্ত হয়ে হাতের কাছে থাকা ক্রিকেট ব্যাট দিয়ে সুমনের মাথায় আঘাত করেন। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেকে আনা হয়ে চিকিৎসক মৃত ঘোষণা করেন।