লংগদুতে ইউপিডিএফের ৩ সদস্যকে গুলি করে হত্যা

Slider চট্টগ্রাম জাতীয়

longdu_653553510রাঙামাটি: রাঙামাটির লংগদু উপজেলার ভাইবোনছড়া এলাকায় দুর্বৃত্তদের গুলিতে ইউপিডিএফের অন্তত তিন কর্মী নিহত হয়েছেন।

রোববার (১৪ জুন) সকাল সাড়ে ৭টার দিকে এ হত্যাকাণ্ড হয়।

নিহতরা হলেন-লংগদু উপজেলার বড় কাট্টলি এলাকার অমিত চাকমা যুদ্ধমনি (২৯) ও সুজয় চাকমা (৩০) এবং নানিয়ারচর উপজেলার সাবেক্ষ্যং এলাকার সুমন চাকমা (৩০)।

স্থানীয়রা জানায়, সকালে ভাইবোনছড়ায় কয়েকটি গুলির শব্দ শোনা যায়। এতে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

ইউপিডিএফের মুখপাত্র মাইকেল চাকমার দাবি, তার দলের কর্মীরা সকালে ভাইবোনছড়ার একটি বাড়িতে অবস্থান করছিলেন। এসময় সন্তু লারমার সশস্ত্র সন্ত্রাসীরা এসে ব্রাশ ফায়ার করলে ঘটনাস্থলেই ওই তিনজনের মৃত্যু হয়।

এ অভিযোগ অস্বীকার করে জনসংহতি সমিতির মুখপাত্র সজীব চাকমা জানান, এসব আমাদের বিরুদ্ধে ইউপিডিএফের রুটিন অভিযোগ। আমাদের কোনো সশস্ত্র কর্মী নেই। আমরা গণতান্ত্রিক আন্দোলনে বিশ্বাসী।

রাঙামাটির পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান জানান, হত্যাকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *