চাঁপাইনবাবগঞ্জে ভোটকেন্দ্রে ধাওয়া-পাল্টা ধাওয়া

Slider রাজশাহী

চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের উপনির্বাচনে ভোটগ্রহণের শুরুতেই আওয়ামী লীগের দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলা আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটেছে। এতে কয়েকজন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৮টার দিকে ভোট শুরু হয়। ভোটগ্রহণের শুরুতেই জেলা শহরের ২৭ নম্বর কেন্দ্র নবাবগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়ে আপেল প্রতীকের প্রার্থী সামিউল হল লিটন ও নৌকা প্রার্থী আব্দুল ওদুদের কর্মী সমার্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আপেল প্রতীকের প্রার্থী সামিউল হক লিটন সাংবাদিকদের বলেন, ‘ভোটগ্রহণের সময় আমার কর্মী সমর্থকদের ওপর হামলা করা হয়েছে। তবে এ বিষয়ে নৌকা প্রার্থী আব্দুল ওদুদের বক্তব্য পাওয়া যায়নি।

ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার শহিদুজ্জামান বলেন, পূর্ব শত্রুতার জেরে দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় ভোটগ্রহণে কোনো সমস্যা হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *