‘নিখোঁজ’ স্বতন্ত্র প্রার্থীকে খুঁজে বের করার নির্দেশ ইসির

Slider ফুলজান বিবির বাংলা


ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপনির্বাচনে ‘নিখোঁজ’ স্বতন্ত্র প্রার্থী আবু আসিফ আহমদকে খুঁজে বের করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। আজ সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা।

আসিফ আহমদ ‘নিখোঁজের’ বিষয়ে রাশেদা সুলতানা বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে, স্বতন্ত্র এই প্রার্থীকে খুঁজে বের করার চেষ্টা করতে বলা হয়েছে। তারা চাইলে উদ্ধার করতে পারবেন না এটা বিশ্বাস করি না। তাকে উদ্ধার করেন। আন্তরিকতার সঙ্গে চেষ্টা করেন। ইলেকশনের আগে যেভাবে হোক তাকে খুঁজে বের করেন।’

তিনি বলেন, ‘কমিশন তো নিজে গিয়ে ধরে আনতে পারবে না। আমাদের কাছে তো সেই ক্ষমতা নেই। কমিশন ব্যবস্থা নেবে বলবে। আমরা ইতোমধ্যে সেটা করে ফেলেছি। কড়াভাবে নির্দেশ দিয়েছি।’

রাশেদা সুলতানা বলেন, ‘আমরা খবরে দেখতে পেয়েছি তাকে নাকি আটকে রাখা হয়েছে। এর সত্যতা কতটুকু তা জানার জন্য তদন্ত করতে দিয়েছি।’

তিনি বলেন, ‘বিষয়টি তদন্ত করতে দেওয়া হয়েছে। আগে তদন্ত রিপোর্ট আসুক, তারপরে দেখা যাবে কী হবে।’ ব্রাহ্মণবাড়িয়ার ডিসি, এসপি ও জেলা নির্বাচন কর্মকর্তাকে রিপোর্ট দিতে বলা হয়েছে বলেও জানান এ নির্বাচন কমিশনার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *