মগবাজারে বিস্ফোরণ, আহত ৪

Slider জাতীয়


ঢাকা: রাজধানীর মগবাজার ওয়্যারলেস মোড়ে ওষুধের দোকানের সামনে থাকা একটি ড্রাম বিস্ফোরণে চারজন আহত হয়েছেন।
মঙ্গলবার (২৪ জানুয়ারি) সকাল পৌনে ১০টার দিকে উজ্জল হোটেলের পাশে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

আহতরা হলেন- সাইফুল ইসলাম (৩৬), তারেক (২০), সাহিন (৩০) ও আবুল কালাম (২৫)। এদের মধ্যে সাইফুল গুরুতর আহত হয়েছেন।
পুলিশ বলছে, বিস্ফোরণে ফাস্ট ফার্মা নামে একটি ওষুধের দোকানের গ্লাস ভেঙে পথচারীরা আহত হয়েছেন।

আহত সাইফুল জানান, তার বাসা সবুজবাগ বাসাবোতে। মগবাজারে অগ্রণী অ্যাপার্টমেন্টের প্রকৌশলীর দায়িত্ব রয়েছেন তিনি। অফিসের উদ্দেশ্যে সকালে বাসে করে বাসা থেকে মগবাজার ওয়্যারলেস গেটে যান। সেখানে উজ্জ্বল হোটেলের পাশ দিয়ে হেটে যাওয়ার সময় হঠাৎ একটি বিস্ফোরণ ঘটে। তখন তিনি রাস্তায় পড়ে যান। পরে তার শরীর থেকে রক্ত ঝরতে দেখেন।

আহত শাহীন জানান, তারা ওয়্যারলেস গেটে ডিপিডিসির লেবার হিসেবে মাটি কাটার কাজ করছিলেন। তখন বিস্ফোরণের ঘটনা ঘটে।
বর্তমানে সাইফুল ইসলামসহ সবাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. আলাউদ্দিন জানান, আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান বলেন, বিস্তারিত ঘটনা জানার জন্য পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে অবস্থান করছে। ওই ড্রামের ভেতরে কি ছিল সেটা এখনো জানা যায়নি।

তিনি বলেন, এ ঘটনায় আরও আহত আছে কিনা সেটাও এখনো জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *