শ্রীলঙ্কাকে হারিয়ে ইতিহাস গড়ল ভারত

Slider খেলা

ব্যাটিং, বোলিং বা ফিল্ডিং কোনো বিভাগেই ভারতের সঙ্গে পেরে উঠল না শ্রীলঙ্কা। বোলারদের শাসন করলেন বিরাট কোহলি, শুভমন গিলরা আর ব্যাটারদের দাঁড়াতেই দিলেন না মোহম্মদ সিরাজরা। ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে ৩১৭ রানে হারাল ভারত। এতে তিন ম্যাচের সব কয়টিতে হেরে রোহিতদের কাছে হোয়াইটওয়াশ হলো দাসুন শানাকার দল।

আজ রোববার টস জিতে ব্যাটিংয়ে নামে ভারত। শুরু থেকেই বড় রানের লক্ষ্য নিয়েছিল দলটি। রোহিত এবং শুভমন শুরু থেকেই দ্রুত রান তুলছিলেন। কিন্তু পুল মারতে গিয়ে ৪২ রান করে আউট হন রোহিত। নিজের প্রিয় শট খেলতে গিয়েই উইকেট দিলেন তিনি।

তার আউটের পর মাঠে নামেন কোহলি। এদিন শুভমন ও কোহলি শ্রীলঙ্কার বোলারদের নিয়ে ছেলে খেলা করেন। ৯৭ বলে শতরান করেন শুভমন। পরে ১১৬ রানে সাজঘরে ফিরেন তিনি। কিন্তু বিরাট ১৬৬ রানে অপরাজিত থাকেন। পুরো ইনিংসে ১৪টি ছক্কা মেরেছে ভারত। এর মধ্যে ৮টি ছক্কাই মারেন বিরাট। ১১০ বলে ১৬৬ রান করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *