গাজীপুরে রথযাত্রা শেষ, মেলা চলবে

গ্রাম বাংলা টপ নিউজ

DSC07329

ষ্টাফ করেসপনডেন্ট
গ্রাম বাংলা নিউজ২৪.কম
গাজীপুর অফিস: ঐতিহ্যৃবাহী শতাব্দী প্রাচীন শ্রী শ্রী মানিক্য মাধবের উল্টো রথযাত্রা শেষ হয়েছে তবে মেলা চলবে।

সোমবার বেলা ১২টায় গাজীপুর শহরের রথখোলায় উল্টো রথটান অনুষ্ঠান হয়।

গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মহসীন হেসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি গাজীপুর-৪(কাপাসিয়া) আসনের সাংসদ সিমিন হোসেন রিমি।

আরো বক্তব্য রাখেন, রথমেলা কমিটির যুগ্ম সচিব মনীন্দ্র চন্দ্র মন্ডল, এড. সুদীপ চক্রবর্তি, মানিক দে,নীহার রঞ্জন দে প্রমুখ।

২৯জুন রথমেলা শুরু হয়। সমাপনী অনুষ্ঠানে রথযাত্রার সমাপ্তি টানলেও আগামী মেলার সময় বাড়িয়ে ২০দিন করা হয়েছে। ফলে আগামী ১৮ জুলাই পর্যন্ত রথ মেলা চলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *