গাজীপুরে এম এ বারী শিক্ষা বৃত্তি পরীক্ষা-২২ অনুষ্ঠিত

Slider শিক্ষা


আবু সাঈদঃ হাজারো শিক্ষার্থীর অংশগ্রহণে গাজীপুরে এম এ বারী শিক্ষা পরিবারের বৃত্তি পরীক্ষা-২০২২ অনুষ্ঠিত হয়েছে।
২৪ ডিসেম্বর শনিবার শ্রীপুর উপজেলার মাওনা জে এম সরকারি প্রাথমিক বিদ্যালয়, আব্দুল আউয়াল বিশ্ববিদ্যালয় কলেজ, শিরিন আউলাদ মডেল স্কুল, গাজীপুর সদর উপজেলার মনিপুর উচ্চ বিদ্যালয় ও ভাওয়াল মির্জাপুর শিশু বান্ধব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এছাড়াও গাজীপুর মহানগরীর পশ্চিম চান্দনা সরকারি প্রাথমিক বিদ্যালয়, আমবাগ ইউনিক স্কুল এন্ড কলেজ, পশ্চিম জয়দেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সৃষ্টি সেন্ট্রাল স্কুল এন্ড কলেজ, বোর্ড বাজার চিলড্রেন পার্ক হাই স্কুল, হরি মঞ্জুরী পাইলট স্কুল কাপাসিয়া, সূর্যমুখি স্কুল ধলাদিয়া, গাজীপুরশাহীন টঙ্গী, ভোগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে এই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

গাজীপুর সদর উপজেলা সহকারী শিক্ষা অফিসার এমদাদ হোসেন, পশ্চিম জয়দেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেন, ভোগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিলুফার ইয়াসমিন, আমবাগ ইউনিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ হাতেম আলী,গাজীপুর প্রাইভেট স্কুল এন্ড কলেজ সোসাইটির সদস্য সচিব তমিজুল ইসলাম, গ্লোবাল পাবলিক স্কুলের প্রতিষ্ঠাতা শাহাদাৎ হোসেন রানা, সাইফুলস্ মডেল স্কুলের পরিচালক সাইফুল ইসলাম,ওয়ার্ড প্রতিনিধি নাদিম সিকদার, আব্দুস সালাম, কেয়ার এডুকেশনস্ গাজীপুরের সভাপতি এস এম হাবিবুর রহমান,শিক্ষক নেতা বাদল আহমেদ কেন্দ্র পরিদর্শন করেন।

এম এ বারী শিক্ষা পরিবারের পরিচালক ইসমাঈল হোসেন জানান, চলতি বছর জেলার তিন শতাধিক বিদ্যালয়ের সহস্রাধিক শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে। জানা যায় বাংলা, ইংরেজি ও গণিত বিষয়ে ১০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *