রাশিয়ায় বৃদ্ধাশ্রমে আগুন, নিহত ২০

Slider সারাবিশ্ব


রাশিয়ার একটি বৃদ্ধাশ্রমে অগ্নিকাণ্ডের ঘটনায় ২০ জন নিহত হয়েছে। সাইবেরিয়া অঞ্চলের কেমেরোভো শহরে ওই বৃদ্ধাশ্রম অবস্থিত। এ ঘটনায় আরও ৬ জন আহত হয়েছে। কেমেরোভো নগর প্রশাসনের কর্মকর্তারা রুশ সংবাদমাধ্যম তাস নিউজ এজেন্সিকে এ তথ্য নিশ্চিত করেছেন।
বৃদ্ধাশ্রমটি অবৈধভাবে পরিচালিত হয়ে আসছিল বলে জানিয়েছে কর্মকর্তারা। ইতোমধ্যে এর মালিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সম্পূর্ণ কাঠের তৈরি বৃদ্ধাশ্রমটিতে শুক্রবার রাতে আগুন লাগে। এতে দুই তলা বিশিষ্ট বৃদ্ধাশ্রমটির একতলার কিছু অংশ বাঁচলেও দোতলা সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে।
আগুন লাগার অল্প সময়ের মধ্যেই ফায়ার সার্ভিস কর্মীরা তা নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করেন। প্রাথমিক তদন্তে জানা গেছে, ভবনটির মূল হিটিং বয়লারে গোলযোগ থেকেই আগুনের সূত্রপাত।

এ ঘটনার তদন্তে একটি কমিটি গঠন এবং কেমেরেভো শহরের অন্যান্য বৃদ্ধাশ্রমগুলোতে নিরাপত্তা ব্যবস্থা যথাযথ আছে কিনা, তা পর্যবেক্ষণের উদ্যোগও নেওয়া হয়েছে।

কেমেরোভো শহরের ফায়ার সার্ভিস বিভাগের কর্মকর্তারা তাস নিউজ এজেন্সিকে জানিয়েছেন, রাশিয়াজুড়ে প্রচুরসংখ্যক অনিবন্ধিত বৃদ্ধাশ্রম আছে। অধিকাংশ ক্ষেত্রেই এসব আশ্রমের মালিকরা অগ্নিনিরাপত্তা সম্পর্কে বিপজ্জনক পর্যায়ের উদাসীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *