মার্চে মেসিকে ঢাকায় নিয়ে আসতে বললেন পররাষ্ট্রমন্ত্রী

Slider খেলা


পররাষ্ট্রমন্ত্রী ড.এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘আগামী মার্চে ঢাকায় আসবেন আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো ক্যাফিয়েরো। তখন ঢাকায় আর্জেন্টিনার দূতাবাস খোলা নিয়ে আলোচনা করা হবে। আজ ব্রাজিলে আমাদের রাষ্ট্রদূত এ তথ্য জানিয়েছেন। আমি তাকে বলেছি, সঙ্গে করে লিওনেল মেসিকেও নিয়ে আসেন।’

আজ বৃহস্পতিবার রাজধানীতে এক অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। বনানীতে ড. আব্দুল্লাহ শিবলী রচিত চারটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আর্জেন্টিনা আমাদের পুরনো বন্ধু। জাতিসংঘে আমরা একসঙ্গে কাজ করেছি। তারা বিভিন্ন সময়ে আমাদের সহায়তা করেছে। আগামী দিনে আমাদের দুই দেশের সম্পর্ক আরও ভালো হবে।’

ড. মোমেন বলেন, অতীতে আম কূটনীতি, মিষ্টি কূটনীতি হয়েছে। এবার হয়েছে স্পোর্টস কূটনীতি। বাংলাদেশের জনগণ এবার ব্রাজিল-আর্জেন্টিনাকে ব্যাপকভাবে সমর্থন করেছেন। সে কারণে স্পোর্টস কূটনীতি এগিয়ে গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *