নির্বাচন কমিশন ৫০ আসনে ইভিএমে ভোটগ্রহণে সক্ষম : সিইসি

Slider জাতীয়


নতুন করে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) না কেনা হলে আগামী নির্বাচনে ৫০ আসনে ইভিএমে ভোটগ্রহণ করা সম্ভব হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) দুপুরে পটুয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা ও উপজেলা নির্বাচন অফিসারদের সঙ্গে এই সভা অনুষ্ঠিত হয়।

সিইসি কাজী হাবিবুল আউয়াল বলেন, নতুন ইভিএম কেনার জন্য এরইমধ্যে একটি প্রস্তাব পাঠানো হয়েছে, সেটি যাচাই-বাছাই চলছে। তবে সরকারের অর্থনৈতিক সক্ষমতার বিষয়টিও নির্বাচন কমিশন বিবেচনা করছে।

পটুয়াখালী জেলা প্রশাসক মো. শরীফুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব জাহাঙ্গীর আলম, পটুয়াখালীর পুলিশ সুপার মো. সাইদুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *