নিজ দল ফাইনালে উঠেছে। তবে দলের এমন অর্জনেও কাঁদলেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। কিন্তু লিওনেল মেসিদের কোচ কেন এমনটি করলেন?
স্কালোনি ফাইনালের আগে একটি টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকার দিয়েছেন। যেখানে নিজ শহর পুজাতোর সমর্থকদের সঙ্গে কথা বলছিলেন তিনি। বেশির ভাগই ছিল কিশোর। তাদের সঙ্গে কথা বলার সময়ই নিজের আবেগ ধরে রাখতে পারেননি স্কালোনি।
সেই সাক্ষাৎকারের স্কালোনি বলেন, ‘দেখে মনে হচ্ছে, আমি খুব কাঁদি। কিন্তু অনেক সময় নিজের আবেগ নিয়ন্ত্রণ করা যায় না। সবাইকে অনেক ধন্যবাদ। এটা আমাদের কাছে অবিস্মরণীয় এক মুহূর্ত।’
স্কালোনির আশা, বিশ্বকাপ জিতেই মাঠ ছাড়বেন মেসিরা। তিনি আরও বলেন, ‘আশা করছি ওরা ওদের প্রাপ্য আনন্দ পাবে। ফুটবলাররা নিজেদের সবটা দিয়েছে। আশা করছি, বিশ্বকাপ জিতেই মাঠ ছাড়ব। সবাইকে গর্বিত করতে চাই।’
আজ রোববার ফাইনালের মঞ্চে লুসাইল স্টেডিয়ামে ফ্রান্সের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা।