কাতারের লুসাইল আইকনিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে দুই দলের ম্যাচ। ফাইনালের আগে এরই মধ্যে স্টেডিয়ামে আনা হয়েছে বিশ্বকাপের আরাধ্য ট্রফি। প্রায় এক মাসের বিশ্বকাপের খেলার পর আজ ফাইনাল দিয়ে শেষ হচ্ছে টুর্নামেন্ট। কাতার বিশ্বকাপের ফাইনালে রাত ৯টায় মুখোমুখি হবে আর্জেন্টিনা ও ফ্রান্স।
ফরাসিরা বর্তমান শিরোপাধারী আর আর্জেন্টিনা সবশেষ ২০১৪ সালের ফাইনালে উঠেও ছুঁয়ে দেখতে পারেনি শিরোপা। এক দলের সামনে আক্ষেপ ঘোচানোর মিশন আর আরেক দলের মিশন শিরোপা ধরে রাখা।
সবশেষ ১৯৮৬ সালে বিশ্বকাপের স্বাদ পেয়েছে আর্জেন্টিনা। এরপর বিশ্বকাপের ৯টি আসর খেলা হলেও শিরোপা জেতা হয়নি আলবেসেলেস্তেদের। দুইবার ফাইনাল খেলেও শিরোপার স্বাদ পাওয়া হয়নি আকাশি নীলদের। কাতার বিশ্বকাপটা নিজের ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ লিওনেল মেসির। আর শিরোপা জয়ের মধ্য দিয়ে মেসির বিশ্বকাপের ক্যারিয়ারের শেষটা রাঙিয়ে দিতে মরিয়া তার সতীর্থরা।
অপরদিকে বিশ্বকাপের গেল আসরেই শিরোপার স্বাদ পেয়েছে ফ্রান্স। বিশ্বকাপে উড়ন্ত সূচনার পর দেখতে দেখতে এখন তারা ফাইনালিস্ট। চোখ তাদের এখন ব্যাক টু ব্যাক শিরোপার সঙ্গে সঙ্গে ঝুলিতে তৃতীয় শিরোপা পোরারও।