ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৩

Slider জাতীয়


ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও দুই জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা ২৬৯ জন। একই সময় হাসপাতালে ভর্তি হয়েছেন ১৬৩ জন।
বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি রোগী ৮০৩ জন। তাদের মধ্যে ঢাকায় ৪৭৭ জন ও ঢাকার বাইরে ৩২৬ জন ভর্তি রয়েছেন।

এতে আরও বলা হয়েছে, চলতি বছরে মোট হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৬১ হাজার ৮৯ জন। এর মধ্যে ঢাকায় ৩৮ হাজার ৫২৬ জন আর ঢাকার বাইরে ভর্তি আছেন ২২ হাজার ৫৬৩ জন।

এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৬০ হাজার ১৭ জন। তাদের মধ্যে ঢাকার ৩৭ হাজার ৮৮৪ জন আর ঢাকার বাইরে ২২ হাজার ১৩৩ জন।

প্রসঙ্গত, ২০১৯ সালে ডেঙ্গু জ্বরে চিকিৎসক-স্বাস্থ্যকর্মীসহ প্রায় ৩শ’মানুষের মৃত্যু হয়েছিল। আক্রান্ত হয়েছিল এক লাখ এক হাজার ৩৫৪ জন। আর ২০২১ সালে ডেঙ্গুতে মারা গেছেন ১০৫ জন এবং আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *