লাইনচ্যুত ইঞ্জিন-বগি সরানো হয়েছে, ট্রেন চলাচল স্বাভাবিক

Slider জাতীয়

2a7a75cebbc024ace6d16e760c2ce5ab_XL
কুমিল্লা: কুমিল্লার নাঙ্গলকোটে লাইনচ্যুত চট্টগ্রাম থেকে সিলেটগামী উদয়ন এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন ও বগি সরানো হয়েছে। বর্তমানে ওই লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

বৃহস্পতিবার (০৪ জুন) সকাল সাড়ে ৬টায় সরানোর কাজ শুরু হয়, দুপুর সোয়া ১২টায় তা শেষ হয়।

বিষয়টি নিশ্চিত করেন ফেনী রেলওয়ের সহকারী নির্বাহী প্রকৌশলী আহসান হাবীব। তিনি বলেন, লাকসাম থেকে রিফিফ ট্রেনে এনে তা সরানো করা হয়।

এর আগে বৃহস্পতিবার ভোর ৪টার দিকে নাঙ্গলকোট রেলস্টেশনের ফ্লাটফরম এলাকায় ইঞ্জিনসহ ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। ফলে লাইনটি বন্ধ হয়ে যায়।

আহসান হাবীব বেলেন, ট্রেনের ইঞ্জিন ও বগি স্টেশনের প্লাটফরম এলাকার ভেতরে লাইনচ্যুত হওয়ায় ট্রেন চলাচলে বিঘ্ন ঘটেনি। বিকল্প লাইনে ট্রেন চলাচল করায় লাইনচ্যুত বগি সরিয়ে লাইনটি সচল করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *