আর্জেন্টিনার পতাকার সাজে স্কুটি

Slider খেলা


কাতার বিশ্বকাপ ফুটবলের উন্মাদনা ছড়িয়েছে ভক্তদের মধ্যে। প্রত্যেকেই নিজের মতো করে প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশ করছেন। কুমিল্লায় আর্জেন্টিনার পতাকার রঙে প্রিয় স্কুটিটি সাজালেন পুতুল আক্তার রলি। তিনি ভিক্টোরিয়া সরকারি কলেজের দর্শন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

রলি স্কুটিটি নিয়ে যেখানেই যাচ্ছেন, সেখানেই উৎসুক মানুষের ভিড় জমছে। অনেকেই তার সাথে সেলফি তুলছেন, আবার স্কুটিটির ভিডিও ধারণ করছেন। তবে এ নিয়ে মোটেও বিরক্ত না তিনি। বরং উপভোগ করছেন।

নগরীর অলিগলিতে ঘুরে নজর কাড়তে সক্ষম হয়েছেন পথচারীদের। নগরীর কান্দিরপাড়, মনোহরপুর, রানীর বাজার, মোগলটুলি, রাজগঞ্জ, ছাতিপট্টি, চকবাজারসহ যেখানেই যাচ্ছেন সবার দৃষ্টি আকর্ষণ করেছেন।

পুতুল আক্তার রলি বলেন, ছোটবেলা থেকে আমি টিভিতে ফুটবল খেলা দেখি। যখন আমি একটু একটু খেলা বুঝি তখন থেকেই আর্জেন্টিনাকে সমর্থন করি। ট্রফি বা কাপের সংখ্যা দেখে আমি আর্জেন্টিনা সমর্থন করি না। তাদের খেলা ভালো লাগে, তাই আমি ২০০৫ সাল থেকে আর্জেন্টিনা দলকে সমর্থন করি। প্রিয় দলের প্রতি ভালবাসা থেকেই আমি স্বেচ্ছায় নিজের স্কুটি আর্জেন্টিনার পতাকার রঙ করেছি।

রলি আরো বলেন, নারীরাও ফুটবল খেলা পছন্দ করেন। বিশ্বের প্রায় প্রতিটি দেশে এখন নারী ফুটবল দল আছে। আমাদের দেশের নারী ফুটবলারও ভালো খেলছে। ফুটবল খেলাটা যেন আনন্দের মাঝেই সীমাবদ্ধ থাকে। এটা নিয়ে যেন নিজেরা নিজেদের মধ্যে অনাকাঙ্খিত ঘটনা না ঘটাই।

কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজমুল হাসান রোমেন বলেন, একজন নারী নিজের স্কুটিতে পছন্দসই দলের পতাকার রঙে রাঙিয়ে রাস্তায় স্কুটি চালায় এটাও আনন্দের বিষয়। আমি দেখেছি অনেকে তার সাথে শখের বশে সেলফি তোলেন, তারাও ভালোভাবে উপভোগ করেন।

সূত্র : বাসস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *