লালমনিরহাটের কালীগঞ্জের কাকিনার কাজীরহাটে ফাঁকা মাঠে এক অজ্ঞাত নারীকে গণধর্ষণের পর গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বুধবার সকালে ওই অজ্ঞাত নারীর (২৬) লাশ এলাকাবাসী দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ এসে তা উদ্ধার করে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সকাল ৮টার দিকে লাশটি দেখে চিৎকার করলে ছুটে যান এলাকাবাসী। পরে স্থানীয়রা কালীগঞ্জ থানায় খবর দেয় । পুলিশ গণধর্ষণের আলামত পেয়েছে বলে জানান।
কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল ইসলাম জানান, অজ্ঞাত নারী পড়নে জামা ছিল এবং হাতে ছিল চুরি। তবে তার পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে।