এক মাসের মধ্যে বার্সেলোনার অনুশীলনে যোগ দিতে পারবে নেইমার

Slider খেলা গ্রাম বাংলা জাতীয় টপ নিউজ

52041_neymar

গ্রাম বাংলা ডেস্ক:
আগামী এক মাসের মধ্যেই বার্সেলোনার অনুশীলনে নেইমারের ফেরার আশাবাদ ব্যক্ত করেছেন ব্রাজিল জাতীয় দলের প্রধান চিকিৎসক হোসে লুইজ রুনকো। নেইমার ভক্তদের আশ্বস্ত করে তিনি বলেছেন, যতটা ভয় হয়েছিল ইনজুরির মাত্রা ততটা গুরুতর নয়।
শুক্রবার কলোম্বিয়ার বিপক্ষে ২-১ গোলের জয়ের কোয়ার্টার ফাইনালের ম্যাচে মেরুদন্ডের হাড়ে চিড় ধরায় বিশ্বকাপ থেকে ছিটকে পড়েছেন ব্রাজিলিয়ান এই সেনসেশন।
কলম্বিয়ান ডিফেন্ডার হোসে জুনিগার অপ্রতাশিত এক চ্যালেঞ্জে পিঠে আঘাতপ্রাপ্ত ২২ বছর বয়সী নেইমারকে স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। এরপরই সেলেসাও চিকিৎসক রডরিগো লাসমার নেইমারের বিশ্বকাপ থেকে ছিটকে পড়ার বিষয়টি নিশ্চিত করেন। মেরুদন্ডের এই ধরনের ইনজুরিতে ভবিষ্যতে কোনো ধরনের অসুবিধা হবে কিনা এ নিয়ে সংশয় দেখা দেয় ব্রাজিলীয় শিবিরে। কিন্তু ব্রাজিলের প্রধান চিকিৎসক জানিয়েছেন আপাতত এই ধরনের কোন আশঙ্কা নেই। হোসে লুইস রুনকো স্থানীয় টেলিভিশন টিভি গ্লোবোতে শনিবার বলেছেন, ‘আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে ইনজুরি ততটা গুরুতর নয়। সে পুরোপুরি সুস্থ হয়ে উঠবে এবং এখানে দীর্ঘমেয়াদী কোন প্রভাবের আশঙ্কা নেই। আগামী তিন থেকে চার সপ্তাহের মধ্যেই সে পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারবে। এই মুহূর্তে তার যথাযথ বিশ্রামের প্রয়োজন রয়েছেন। আশা করছি আগামী চার সপ্তাহের মধ্যে সে কাবের অনুশীলনে ফিরতে পারবে।
রুনকো আরো জানিয়েছেন ইতোমধ্যেই নেইমারের পরিস্থিতি সম্পর্কে বার্সেলোনাকে অবহিত করা হয়েছে এবং বিশ্বকাপ শেষ না হওয়া পর্যন্ত সে ব্রাজিল দলের সাথেই থাকবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *