দোহা আজ ব্রাজিল-আর্জেন্টিনাময়

Slider খেলা

বিশ্বকাপের অন্য দিনগুলো থেকে আজকের দিনটি দোহায় ব্যতিক্রম। বিশ্ব ফুটবলের অন্যতম জনপ্রিয় দুই দল ব্রাজিল ও আর্জেন্টিনা আজ একই দিন মাঠে নামছে। চার ঘণ্টা ব্যবধানে দুই ম্যাচ। তাই আজ পুরো দোহাই যেন ব্রাজিল-আর্জেন্টিনাময়।

ব্রাজিলের খেলা দোহার স্থানীয় সময় সন্ধ্যা ৬টায়। দুপুরের পর থেকেই শহরের মেট্রো রেলগুলোতে ব্রাজিলিয়ান সাপোর্টারদের ভিড় বাড়তে থাকে। বেলা গড়িয়ে ৪টা বাজতে দেখা গেল আর্জেন্টাইনরাও যোগ দিয়েছেন মেট্রোগুলোতে। তাদের খেলা রাত ১০টায় হলেও ব্রাজিলের এডুকেশন সিটি স্টেডিয়ামের সামনে তারা কিছুক্ষণ ভিড় জমাবেন। ব্রাজিল সমর্থকদেরও প্রত্যাশা ব্রাজিলের জয় দেখে লুসাইল স্টেডিয়ামে আর্জেন্টিনার সামনে থাকবেন।

মেট্রোগুলোতে আর্জেন্টিনা-ব্রাজিলের সমর্থকরা দুপুরের পর থেকেই গান গেয়ে মাতিয়ে তুলেছেন। মাঝে মধ্যে খুনসুটিও করছেন অনেকে। কেউ পর্তুগিজ, স্প্যানিশ ভাষায় বলছেন, ‘সেমিফাইনালের অপেক্ষায় আবার কেউ টিপ্পনী কেটে বলছেন আজই হয়তো শেষ’।

অনেক সৌভাগ্যবান সমর্থকের অবশ্য দুই ম্যাচেরই টিকিট রয়েছে। এডুকেশন ও লুসাইল স্টেডিয়ামের দূরত্ব বেশি না হওয়ায় একই দিন আর্জেন্টিনা-ব্রাজিল ম্যাচ উপভোগ করবেন সৌভাগ্যবানরা। দর্শকদের সশরীরে দুই ম্যাচ দেখার সুযোগ থাকলেও সাংবাদিকদের সেই ভাগ্য নেই। আর্জেন্টিনা-ব্রাজিলের খেলা একই দিন হওয়ায় এক বিশ্ব চ্যাম্পিয়নকে বেছে নিতে হয়েছে সাংবাদিকদের। আর্জেন্টিনা-হল্যান্ড ম্যাচের দিকেই একটু বেশি ঝোক বিশ্ব মিডিয়ার। হল্যান্ড জিতলে তো মেসির বিশ্বকাপে শেষ ম্যাচ।

বিশ্বকাপের টিকিট এমনিতেই সোনার হরিণ। এরপর আর্জেন্টিনা-ব্রাজিলের কোয়ার্টার ম্যাচে টিকিটের চাহিদা অনেক। ম্যাচ টিকিট না থাকলেও হায়া কার্ডে কাতার আসছেন অনেকে। তারা মৃদু আশা নিয়ে স্টেডিয়াম ও বিভিন্ন জায়গায় ঘুরছেন যদি একটি টিকিট পাওয়া যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *