আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘যারা এতো দিন পল্টনেই সমাবেশ হবে দাবি করেছে তারা এখন গোলাপবাগে। ওদের অর্ধেক পরাজয় হয়ে গেছে। পল্টনে সমাবেশ করতে পারেনি। আন্দোলনে তাদের পরাজয় হয়েছে। রাজনৈতিক কর্মসূচিতে এখানেই তাদের পরাজয় হয়ে গেছে।’
শুক্রবার (৯ ডিসেম্বর) মহানগর নাট্যমঞ্চে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে তিনি একথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, রাতে খেলা হবে, খেলা হবে কাতারে রাতে ব্রাজিল-ক্রোশিয়া আর্জেন্টিনা-নেদারল্যান্ডের সঙ্গে খেলা হবে। আর আমাদের খেলা হবে অগ্নিসন্ত্রাস আর জঙ্গিবাদের বিরুদ্ধে।
বিদেশি কূটনৈতিকদের উদ্দেশ্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আমরা আপনাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করিনা। আমাদের ঘরে এসে হস্তক্ষেপ করবেন না। আপনারা কারো পক্ষ নিবেন না। বিএনপি নির্বাচনে আসবে।
তিনি বলেন, অনেক ছাড় দিয়েছি আর ছেড়ে দিবো না। কোথাও সন্ত্রাস করলে বিআরটিসি গাড়িতে আগুন দিলে কঠোর জবাব দেওয়া হবে।
গণমাধ্যমে সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, ‘কিছু কিছু মিডিয়া বিএনপিকে ক্ষমতায় আনার পায়তারা করছে। তাদের চিনে রাখুন। সময় মতো জবাব দেয়া হবে।’
ওবায়দুল কাদের বলেন, বিএনপির অবশেষে শুভ বুদ্ধির উদয় হয়েছে। তৈরি হয়ে যান। প্রস্তুত হয়ে যান। যারা আমার সহস্র জননীর বুক খালি করেছে। যারা এদেশের শত শত মায়ের কোলখালি করেছে। যারা জয় বাংলা নিষিদ্ধ করেছি। যারা ৭৫ এর ১৫ আগস্ট করেছি। যারা হাজার হাজার কোটি টাকা অ্যামেরিকা-সিঙ্গাপুরে পাচার করেছে। তাদের সাহস নেই দেশে এসে রাজনীতি করার। ১৫ বছর হয়ে গেল কবে আসবেন তিনি। ক্ষমতায় গিয়ে আন্দোলনের মুখে তাকে নিয়ে আসবে? ওই চিন্তা করে লাভ নেই। বিএনপি দিবাস্বপ্ন দেখছে।