ছবি দেখেই ১৫ বছর ধরে ঐক্যবদ্ধ বিএনপি: এমপি সিরাজ

Slider বাংলার মুখোমুখি

বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি দেখেই ১৫ বছর ধরে বিএনপি ঐক্যবদ্ধ আছে বলে মন্তব্য করেছেন বগুড়া জেলা বিএনপির আহ্বায়ক ও সদর আসনের সংসদ সদস্য (এমপি) গোলাম মোহাম্মদ সিরাজ। আজ শনিবার দুপুরে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে বিএনপির বিভাগীয় গণসমাবেশে তিনি এ মন্তব্য করেন।

সাংসদ সিরাজ বলেন, ‘সরকার দেশের মানুষের ওপর অত্যাচার চালাচ্ছে। এককভাবে তারেক জিয়াকে নির্বাসিত করে খালি মাঠে খেলছে। ছবির সঙ্গে খেলছে। আমরা ছবি দেখে রাজনীতি করছি। ছবি দেখে ১৫টি বছর ঐক্যবদ্ধ হয়ে আছি। ছবির সঙ্গেই শেখ হাসিনা পারেন না।’

তিনি বলেন, ‘আজকের গণসমাবেশে যে চেয়ার দুটি ফাঁকা রাখা হয়েছে সেখানে তারেক জিয়া ও বেগম খালেদা জিয়া থাকলে মহাসমুদ্র হতো। আমাদের নেতা যদি সশরীরে দেশে আসেন শেখ হাসিনা হাওয়ায় ভেসে যাবেন। আজ বেগম খালেদা জিয়ার কোনও প্রতিপক্ষ নেই। আমি তাকে নেলসন ম্যান্ডেলার সঙ্গে তুলনা করতে চাই।’

তিনি আরও বলেন, ‘বিজয়ের মাস চলছে। কিন্তু আমাদের বিজয় হয়নি। অর্থনীতির মুক্তি হয়নি। এই রাষ্ট্রকে ভেঙে চুরমার করা হয়েছে। শেখ হাসিনার সরকার সন্ত্রাসী বাহিনী দিয়ে হত্যা, লুণ্ঠন, খুন-গুম আর অপপ্রচারকে করে দেশকে ধ্বংস করছে।’

এর আগে সকাল সাড়ে ৯টায় সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে সমাবেশের কার্যক্রম শুরু হয়। বেলা ১১টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় মূল অনুষ্ঠান।

গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, ইকবাল মাহমুদ হাসান টুকু, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, বিএনপির যুগ্ম মহাসচিব হারুন অর রশিদ, বিএনপির রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু। সমাবেশে সভাপতিত্ব করছেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি এরশাদ আলী ঈশা।

এদিন দুপুর না গড়াতেই জনসমুদ্রে পরিণত হয় রাজশাহী মাদ্রাসা মাঠ, ঈদগাহ, পদ্মাপাড়সহ সড়কগুলো। শহরজুড়ে লাল-সবুজ পতাকা ও প্ল্যাকার্ড নিয়ে বিশাল বিশাল মিছিল নিয়ে মাঠে জড়ো হন নেতাকর্মীরা।

এদিকে সমাবেশকে সামনে রেখে ১ ডিসেম্বর থেকে রাজশাহী বিভাগের আটটি জেলায় পরিবহন ধর্মঘট চলছে। এসব জেলা থেকে আসা নেতাকর্মীরা পথে পথে বাধার সম্মুখীন হয়েছেন বলে অভিযোগ করছেন তারা। বাস বন্ধ থাকায় ভেঙে ভেঙে বিকল্প উপায়ে রাজশাহীতে এসেছেন তারা। এমনকি বিভাগীয় সমাবেশের আগের দিন থেকে রাজশাহীতে পরিবহন ধর্মঘটের পাশাপাশি সিএনজি-অটোরিকশা ধর্মঘটেরও ডাক দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, চট্টগ্রাম, ময়মনসিংহ, খুলনা, রংপুর, বরিশাল, ফরিদপুর, সিলেট, কুমিল্লার পর আজ রাজশাহীতে গণসমাবেশ করছে বিএনপি। এটি বিএনপির নবম বিভাগীয় গণসমাবেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *