উচ্চ মাধ্যমিকে ভর্তিতে আসন সংকট হবে না : শিক্ষামন্ত্রী

Slider শিক্ষা


মাধ্যমিকে যে পরিমাণ পাস করে তার চেয়ে আমাদের আসন সংখ্যা অনেক বেশি রয়েছে ফলে উচ্চ মাধ্যমিকে ভর্তিতে আসন সংকট হবে না বলে জানিয়েছেন, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। মাধ্যমিকে পাস করা সব শিক্ষার্থী ভর্তি হওয়ার পরও আসন খালি থাকবে বলেও জানান মন্ত্রী।

সোমবার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, আগামী বছর থেকে বদলে যাচ্ছে শিক্ষার্থী মূল্যায়ন পদ্ধতি। এরই মধ্যে শিক্ষকদের জন্য প্রশিক্ষণও শুরু হয়ে গেছে। এসব প্রশিক্ষণ আগামীতেও চলবে।

দীপু মনি বলেছেন, উচ্চশিক্ষার ক্ষেত্রে আমরা বয়সের বাধা তুলে দিতে চাই। আশা করি, সবাই এ বিষয়ে সহযোগিতা করবেন। দ্রুততার সঙ্গে এটি করতে পারলে শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে আর কোনো বয়সের বাধা থাকবে না। কারিগরি শিক্ষার দ্বার আমরা সবার জন্য উন্মুক্ত করা হয়েছে বলেও জানান মন্ত্রী। যথাসময়ে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হবে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, বৈশ্বিকভাবে কাগজের এ সংকট তৈরি হওয়ায় বর্তমানে পাঠ্যপুস্তক তৈরিতেও এর প্রভাব পড়েছে।কাগজের দামও বেড়েছে। কিছুটা সংকট আমাদেরও তৈরি হয়েছে। এটি নিয়ে বড় ধরনের বিপর্যয় হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *