বিচারবহির্ভূত হত্যায় জড়িতরা বরখাস্ত হবে’

Slider জাতীয়

77342_enu

 

 

 

 

 

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, আইনশৃঙ্খলা বাহিনীর কেউ বিচারবহির্ভূত হত্যায় জড়িত থাকলে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হবে। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে কুষ্টিয়া সার্কিট হাউসে প্রশাসনিক কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিষয়ে রাষ্ট্র কোন অনুমোদন দেয় না। এ ব্যাপারে কোন অভিযোগ থাকলে সে ব্যাপারে অতীতেও তদন্ত করেছে রাষ্ট্র। যারা জড়িত ছিল, তাদের দোষী সাব্যস্ত করেছে এবং প্রশাসন থেকে তাদের বাদ দিয়ে দিয়েছে। বর্তমানেও যদি বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ব্যাপারে কোন অভিযোগ কারো থাকে, সে ব্যাপারে আইনানুগ তদন্ত হবে এবং দোষী ব্যক্তিদের রাষ্ট্র তার চাকরি থেকে বরখাস্ত করবে। এবং সাজার ব্যবস্থা করবে। মতবিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার পুলিশ সুপার প্রলয় চিসিম, অতিরিক্ত জেলা প্রশাসক মুজিব-উল ফেরদৌস, জেলা তথ্য কর্মকর্তা তৌহিদুল ইসলাম, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) জেলা শাখার সভাপতি গোলাম মহসিন, সাধারণ সম্পাদক আবদুল আলীম স্বপন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *