মালদ্বীপে আগুনে পুড়ে বাংলাদেশিসহ ১০ শ্রমিকের মৃত্যু

Slider সারাদেশ


মালদ্বীপের রাজধানী মালেতে আজ বৃহস্পতিবার এক বাড়িতে আগুন লেগেছে। এতে অন্তত ১০ শ্রমিকের মৃত্যু হয়েছে। এদের মধ্যে একজন বাংলাদেশি ও বাকি ৯ জন্য ভারতীয় নাগরিক বলে দেশটির দমকল বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন। এ ছাড়া আগুনে আরও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে আন্তর্জাতিক একাধিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মালের মাফান্নু এলাকার ওই বাড়িতে থাকতেন শ্রমিকরা। যেখানে আগুন লেগেছে এটি ঘনবসতি এলাকা হিসেবে পরিচিত।

দেশটির স্থানীয় কর্তৃপক্ষ জানান, আগুনে ক্ষতিগ্রস্ত ভবন থেকে ১০ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিচতলার গাড়ি মেরামতের গ্যারেজ থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

দমকল বাহিনীর এক কর্মকর্তা জানান, তারা ১০ জনের লাশ উদ্ধার করেছেন। আগুনে নেভাতে প্রায় ৪ ঘণ্টা সময় লেগেছে।

দেশটির এক নিরাপত্তা কর্মকর্তা বলেন, নিহতদের মধ্যে এক বাংলাদেশি এবং ৯ জন ভারতীয় নাগরিক রয়েছেন।

মালদ্বীপে অবস্থানরত বিদেশি শ্রমিকদের থাকার জন্য যে শর্ত রয়েছে তার সমালোচনা করেছে দেশটির রাজনৈতিক দলগুলো। দেশটিতে দক্ষ লোকদের মধ্যে বেশির ভাগই বাংলাদেশি, ভারত, নেপাল, পাকিস্তান এবং শ্রীলংকার বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *