অনেকটা ভাগ্যের সহায়তায় সেমিফাইনালে পা রাখে পাকিস্তান। নেদারল্যান্ডসের কাছে দক্ষিণ আফ্রিকা না হারলে সেমিফাইনালে ওঠার কোন সুযোগ ছিল না পাকিস্তানের। কষ্ট করে সেমিফাইনালে ওঠা পাকিস্তান এবার চলতি বিশ্বকাপের প্রথম দল হিসেবে ফাইনাল নিশ্চিত করলো। সিডনিতে নিউজিল্যান্ডকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে তারা।
সেমিফাইনাল ম্যাচে নিউজিল্যান্ডের দেয়া ১৫৩ রানের জবাবে ব্যাট করতে নেমে ওপেনিং জুটিতেই ১০৫ রান তুলে বাবর ও রিজওয়ান। ৪২ বলে ৫৩ রান করে বোল্টের শিকার হয়ে বাবর আজম প্যাভিলিয়নে ফিরলেও রিজওয়ান ও হারিসের ব্যাটের ওপর ভর করে ৫ বল বাকি থাকতেই ফাইনালে নিজেদের স্থান নিশ্চিত করে পাকিস্তান।