চাঁদপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংঘর্ষ, পুলিশসহ আহত ১০

Slider রাজনীতি


চাঁদপুরের হাজীগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিলে পুলিশের সঙ্গে সংঘর্ষ জড়িয়ে পুলিশসহ অন্তত ১০ জন আহত হয়েছে।

শনিবার (২৯ অক্টোবর) বিকেলে উপজেলা যুবদলের আহ্বায়ক আক্তার হোসেন দুলালের নেতৃত্বে হাজীগঞ্জ পৌরসভার ৮নং ওয়ার্ড টোরাগড় এলাকায় মিছিল নিয়ে আসলে পুলিশ বাঁধা প্রদান করে। এ সময় যুবদলের নেতাকর্মীরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এক পর্যায়ে ৬ রাউন্ড টিয়ারসেল ও ২৪টি শটগানের গুলি নিক্ষেপ করে পুলিশ। এ সময় বিএনপির নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায়।

এদিকে পুলিশের সঙ্গে দাওয়া পাল্টা দাওয়ার ঘটনায় হাজীগঞ্জ থানার ওসি জুবায়ের সৈয়দসহ পাঁচজন পুলিশ ও বিএনপির নেতাকর্মীসহ মোট ১০ জন আহত হয়। এ ঘটনায় হাজীগঞ্জ থেকে যুবদলের ১২ নেতাকর্মীকে আটক করে পুলিশ।

আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও চাঁদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার মমিনুল হক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *