সমাবেশে আসতে অটোরিকশা-বাইকই ভরসা বিএনপি নেতাকর্মীদের

Slider রাজনীতি


পরিবহন মালিক শ্রমিকরা ডাকা অঘোষিত ধর্মঘটের কারণে বিপাকে পড়েছে সাধারণ মানুষ। একই সঙ্গে দুর্ভোগে পড়েছে বিএনপির নেতাকর্মীরাও।

পূর্বঘোষণা অনুযায়ী আজ শনিবার (২৯ অক্টোবর) রংপুরে মহাসমাবেশের ডাক দেয় বিএনপি। তবে হঠাৎ করে পরিবহন বন্ধ থাকায় বিএনপির অনেক নেতাকর্মী এতে যোগদান করতে পারছেন না। অনেকে আবার অটোরিকশা-বাইক ভাড়া করে সমাবেশে আসছেন। কেউ আবার ট্রেনে করেও।
শনিবার সকাল ৯টায় নগরীর কামাল কাচনা এলাকায় জড়ো হতে থাকেন কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা থেকে আসা বিএনপির নেতাকর্মীরা।

এ বিষয়ে বিএনপির এক কর্মী বলেন, ‘ভোর সাড়ে ৫টায় ফজরের নামাজ পড়ে রওনা দিয়েছি আমরা। সবাই অটোরিকশায় এসেছি। খুব সকাল হওয়াতে কোথাও কেউ বাধা দেয়নি। আরও অটো আসতেছে। একসঙ্গে সবাই মাঠে যাব।’

বিএনপির সমাবেশ ঘিরে নগরীর বিভিন্ন এলাকায় নেতাকর্মীরা অবস্থান করছেন। তাদের বেশির ভাগই শুক্রবার রাতে মোটরসাইকেল করে রংপুর পৌঁছেছেন। তারা রংপুরে আত্মীয়স্বজনের বাসায় এবং ছাত্রাবাসে অবস্থান করেন।

এদিকে একদিন আগেই রংপুরে এসেছেন বিএনপির বিভাগীয় গণসমাবেশের প্রধান অতিথি দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *