রাজধানীর বনানী থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকাই চিত্রনায়িকা পরীমণিসহ তিনজনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ১৪ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত।
বৃহস্পতিবার (১৩ অক্টোবর) ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলামের আদালতে মামলার সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য ছিল। এদিন পরীমণির পক্ষে তার আইনজীবী হাজিরা দেন। মামলায় জামিনে থাকা অন্য দুই আসামি আশরাফুল ইসলাম দিপু ও কবির হোসেন আদালতে উপস্থিত ছিলেন।
তবে মামলার কোনো সাক্ষী সাক্ষ্য দিতে আদালতে উপস্থিত না হওয়ায় রাষ্ট্রপক্ষ সময় আবেদন করেন। আদালত সে আবেদন মঞ্জুর করে আগামী ১৪ নভেম্বর পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেন।
গত ৪ সেপ্টেম্বর একই আদালতে এ মামলার সাক্ষ্যগ্রহণের দিন ধার্য ছিল। ওইদিনও পরীমণির পক্ষে তার আইনজীবী হাজিরা দেন। মামলায় জামিনে থাকা অন্য দুই আসামি দিপু ও কবির আদালতে উপস্থিত ছিলেন।