গাজীপুরের রথখোলায় ছাত্রলীগের দু’পক্ষের মাঝে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় মহানগর সাধারণ সম্পাদক শেখ মোস্তাক আহমেদ কাজলসহ ৬ জন আহত হয়েছেন।
বুধবার (৫ অক্টোবর) দিবাগত রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।
তাদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানায়, পূজা মন্ডপে অনুষ্ঠান চলাকালীন সময়ে কাজল নেতাকর্মীদের নিয়ে প্রবেশ করলে ছাত্রলীগের সাবেক সভাপতি এরশাদসহ তার লোকজন প্রথমে গোলাগুলি এবং পরে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে কাজলকে।
পরে ঘটনাস্থল থেকে উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয় আহতদেরকে। এ ঘটনার প্রতিবাদে গাজীপুর মহানগর ছাত্রলীগের নেতাকর্মীরা তাৎক্ষণিক রথখোলা এলাকায় বিক্ষোভ মিছিল করে।