পুলিশ স্টেশনে হামলায় বিপ্লবী গার্ডের কর্নেলসহ নিহত ১৯

Slider সারাবিশ্ব

পুলিশ স্টেশনে হামলায় বিপ্লবী গার্ডের কর্নেলসহ নিহত ১৯

আন্দোলন-বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ইরান। এরই মধ্যে দেশটির একটি পুলিশ স্টেশনের হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় দেশটির এলিট ফোর্স বিপ্লবী গার্ডের একজন কর্নেলসহ ১৯ জনের নিহত হয়েছে। ইরানের সিস্তান-বেলুচিস্তান প্রদেশে এ ঘটনা ঘটেছে। খবর টিআরটি ওয়ার্ল্ড’র।

ব্যাপক বন্দুকযুদ্ধের ওই ব্যক্তিরা নিহত হন। শুক্রবার (৩০ সেপ্টেম্বর) আঞ্চলিক গভর্নর হোসেইন খিয়াবানি রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমকে বলেন, এ ঘটনায় ১৯ জন নিহত ও ২০ জন আহত হয়েছে।

রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের প্রাদেশিক গোয়েন্দা কর্মকর্তা কর্নেল আলি মুসাভিও নিহত হয়েছেন। এর আগে এক প্রতিবেদনে বলা হয়, বন্দুকধারীরা প্রাদেশিক রাজধানী জাহেদানে একটি পুলিশ স্টেশনে হামলা চালানোর পর পাল্টা হামলা চালায় নিরাপত্তা বাহিনী।

খবরে বলা হয়, গুলি বিনিময়ের ঘটনায় বেশ কয়েকজন পুলিশ সদস্যের পাশাপাশি পথচারী আহত হয়েছেন। প্রসঙ্গত, দারিদ্র্য-পীড়িত সিস্তান-বেলুচিস্তান প্রদেশটি আফগানিস্তান ও পাকিস্তানের সীমান্তবর্তী একটি প্রদেশ। মাদক চোরাচালানকারী চক্রের পাশাপাশি বেলুচি সংখ্যালঘু এবং জঙ্গি গোষ্ঠীর বিদ্রোহীরা এই অঞ্চলে বেশ সক্রিয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *