জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমএএস গবেষণা কর্মের সেমিনার অনুষ্ঠিত

Slider শিক্ষা

বিশেষ প্রতিবেদক : গতকাল মঙ্গলবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের এমএএস কোর্সের সেমিনার অনুষ্ঠিত হয়েছে। কবি আবু জাফর ওবায়দুল্লাহ’র কবিতায় সমকালীন সমাজ ও রাজনীতি বিষয়ক গবেষণা কর্মের উপর আর্টস গ্রুপের অডিটরিয়ামে অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন একাডেমিক কমিটি আর্টস গ্রুপের চেয়ারম্যান ড. আবু মো. ইকবাল রুমী শাহ। বাংলা বিভাগের সহকারী অধ্যাপক সালা উদ্দিন ইমনের সঞ্চালনায় ও এমএএস গবেষক শামিমা আখতার খান এর উপস্থাপিত প্রবন্ধের উপর আলোচলা করেন গবেষণা তত্ত্বাবধায়ক ও বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. আ. ন. ম. ফজলুল হক সৈকত, বিষয় বিশেষজ্ঞ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. আবদুস সোবহান তালুকদার (উপল তালুকদার), জা.বি’র সহকারী অধ্যাপক ড. ইয়াহ ইয়াহ মান্নান, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সৈয়দ আফজাল হোসেন, এমফিল গবেষক সুমন্ত কুমার সাহা প্রমুখ। সেমিনারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের অধ্যাপকগণ ও এমএএস, এমফিল, পিএইচডি গবেষকগণ উপস্থিত ছিলেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *