‘মতপ্রকাশের স্বাধীনতার নির্দিষ্ট সীমারেখা আছে’-বিবিসিকে ইকবাল সোবহান চৌধুরী

Slider তথ্যপ্রযুক্তি

150516143911_sanglap117_iqbal_sobhan_chowdhury_640x360_bbc_nocredit

বাংলাদেশের প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টা বলেন মতপ্রকাশ করতে গিয়ে কারও ধর্মীয় অনুভূতিতে যাতে আঘাত না লাগে সেদিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে।

আজ ঢাকায় অনুষ্ঠিত বিবিসি বাংলাদেশ সংলাপে মি: ইকবাল সোবহান চৌধুরী একথা বলেন।

গত কয়েকমাসে কয়েকজন ব্লগার হত্যার প্রেক্ষাপটে আজ বাংলাদেশ সংলাপে এক প্রশ্নের জবাবে মি: চৌধুরী বলেন অন্যের অনুভূতির উপর যদি আঘাত আসে সেটি একটি অপরাধ।

তিনি বলেন, “যারা ধর্মীয় অনুভূতিতে আঘাত করছে তারা যেমন অপরাধ করছে, আবার ধর্মান্ধ হয়ে যারা ব্লগারদের উপর আঘাত করছে সেটাও অপরাধ।”

তিনি বলেন মতপ্রকাশের স্বাধীনতার নির্দিষ্ট সীমারেখা আছে।

বাংলাদেশ সংলাপে একজন দর্শক প্রশ্ন করেন কারও মতপ্রকাশের স্বাধীনতা যদি অন্যের ধর্মীয় অনুভূতিতে আঘাত করে তাহলে সেটি কতটা গ্রহণযোগ্য?

এ বিষয়টিতে অনুষ্ঠানের অন্যান্য আলোচকরা মি: চৌধুরীর সাথে একমত পোষণ করেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *