সাগরে ফের লঘুচাপ, ৩ নম্বর সতর্ক সংকেত

Slider কৃষি, পরিবেশ ও প্রকৃতি


বঙ্গোপসাগরে আবারও লঘুচাপের সৃষ্টি হয়েছে। এ কারণে মোংলা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

সোমবার (১৯ সেপ্টেম্বর) সকাল থেকে লঘুচাপের প্রভাবে থেমে থেমে বৃষ্টি হচ্ছে।

মোংলা আবহাওয়া অফিসের ইনচার্জ অমরেশ চন্দ্র ঢালী জানান, রোববার (১৮ সেপ্টেম্বর) বিকেলে উত্তর বঙ্গোপসাগরে একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে। এ সময় লঘুচাপটি পর্যবেক্ষণ করে মোংলা সমুদ্র বন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করা হয়েছে। লঘুচাপটি বাংলাদেশ থেকে অনেক দূরে আর ভারতের কাছাকাছি অবস্থান করছে। এ কারণে সোমবারসহ আগামী ২ থেকে ৩ দিন মোংলাসহ উপকূলীয় এলাকায় মাঝারি ও ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

তিনি আরও জানান, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত গভীর সাগরে মাছ ধরতে যাওয়া জেলে ও ট্রলারসমূহকে নিরাপদে চলাচল করতে বলা হয়েছে। বায়ুচাপের তারতম্যের আধিক্য ও সঞ্চালনশীল মেঘমালার কারণে সাগরে এমন লঘুচাপের সৃষ্টি হয়। কোনো কোনো এমনিতে নিষ্ক্রিয় হয়ে পড়ে। আবার কোনোটি নিম্নচাপে রূপ নিয়ে থাকে। তবে বাংলাদেশ অংশে মৌসুমি বায়ু সক্রিয় থাকায় বৃষ্টিপাত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *