হঠাৎ স্বর্ণের ব্যাপক দরপতন

Slider অর্থ ও বাণিজ্য


পাকিস্তানে স্বর্ণের ব্যাপক দরপতন হয়েছে। দেশটির ব্যবসায়ীরা এ তথ্য দিয়েছেন। তাদের বরাত দিয়ে বিজনেস রেকর্ডার এক প্রতিবেদনে খবরটি জানিয়েছে।

পাকিস্তানের স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, শুক্রবার (১৬ সেপ্টেম্বর) দেশটিতে হঠাৎ করে স্বর্ণের দাম কমেছে। তারা জানিয়েছেন, প্রতি তোলা স্বর্ণের মূল্য ৮৫০ পাকিস্তানি রুপি হ্রাস পেয়েছে। এদিন তা বিক্রি হয়েছে ১ লাখ ৫৫ হাজার রুপিতে।

অন্যদিকে প্রতি ১০ গ্রাম স্বর্ণের দর কমেছে ৭২৮ পাকিস্তানি রুপি। এদিন তা বিকিয়েছে ১ লাখ ৩২ হাজার ৮৮৮ রুপিতে। নেপথ্যে বলা হচ্ছে, বিশ্ববাজারে স্বর্ণের দাম ব্যাপক কমেছে।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) স্পট মার্কেটে আন্তর্জাতিক বাজার আদর্শ স্বর্ণের দাম ১ দশমিক ২ শতাংশ কমে। প্রতি আউন্স বিক্রি হয় ১৬৭৪ ডলার ৯৯ সেন্টে। গত ১৮ মাসের মধ্যে যা সর্বনিম্ন।

যুক্তরাষ্ট্রের বাজার আদর্শ স্বর্ণের সরবরাহ মূল্যও কমেছে। ১ দশমিক ১ শতাংশ তা নিম্নমুখী হয়। প্রতি আউন্স বিক্রি হয় ১৬৯০ ডলার ৯০ সেন্টে।

লাগামহীনভাবে ঘোড়ার গতিতে ছুটতে থাকা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদের হার বাড়াতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড)। এতে দেশটির মুদ্রা ডলারের দাম বেড়েছে। পাশাপাশি মার্কিন ট্রেজারি ইল্ড ঊর্ধ্বমুখী হয়েছে। ফলে মূল্যবান ধাতুটির মূল্য হ্রাস পেয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *