‘শেখ হাসিনা ছাড়া তিস্তা চুক্তিও কেউ করতে পারবে না’

Slider রাজনীতি

</a

পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের সব চুক্তিই দেশের জনগণ ও জাতীয় স্বার্থকে সমুন্নত রেখেই করা হয়েছে। কুশিয়ারা চুক্তি ও গঙ্গা চুক্তি করেছেন। তিস্তা চুক্তিও তিনি ছাড়া কেউ করতে পারবে না।

শনিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে শরীয়তপুরের জাজিরা উপজেলার পালেরচর ইউনিয়নে বন্যা ও নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের মধ্যে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে খাদ্যসহায়তা, ঢেউটিন এবং চেক বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

এ কে এম এনামুল হক শামীম বলেন, প্রধানমন্ত্রীর ভারত সফরে বাংলাদেশের সঙ্গে হওয়া সাতটি সমঝোতার মধ্যে অন্যতম কুশিয়ারা নদীর পানি-বণ্টন চুক্তি। চুক্তি অনুযায়ী, কুশিয়ারা নদী থেকে রহিমপুর খাল দিয়ে ১৫৩ কিউসেক পানি প্রত্যাহারের ফলে বাংলাদেশের সীমান্তবর্তী জকিগঞ্জ উপজেলায় শুকনো মৌসুমে চাষাবাদে ব্যাপক পরিবর্তন ঘটবে।

তিনি আরও বলেন, এ কারণে উপকৃত হবেন কানাইঘাট ও বিয়ানীবাজার উপজেলার কৃষকরা। তবে এ নদীর ভাটিতে থাকা হাওরাঞ্চলেও বোরো চাষাবাদ সম্ভব হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *